Nikkrishto 3 By Aurthohin Lyrics - Song To Lyrics

Breaking

Saturday, March 16, 2019

Nikkrishto 3 By Aurthohin Lyrics



তুমি মরে গেলেও থামবোনা আমি!
খানকি মাগি এখন থামো!
মিথ্যে কান্না অনেক হলো
কি লিখবো জানিনা, কি গাইবো ভাবিনা;
দুই পয়সার হ্যোর, তোমায় আমি চুদি না!
ভেবেছিলে কি এখনো কাঁদি?
অন্ধকার হাতড়ে ফিরি?
আমি আর কাঁদিনা, তোমায় নিয়ে ভাবিনা
সূর্যটা ডুবে গেলে ভ্রান্ত হইনা!
.
তোমার চোখে রঙিন চশমা
পৃথিবীটা ছিলো মিথ্যে কান্না
আঁধারকে আলো ভেবে তোমার অভিনয়ে
হয়েছিলো কবর মাটির বিছানা!
ভেবেছিলে কি এখনো কাঁদি?
অন্ধকার হাতড়ে ফিরি?
আমি আর কাঁদিনা, তোমায় নিয়ে ভাবিনা
সূর্যটা ডুবে গেলে ভ্রান্ত হইনা!
তুমি বলেছিলে মানুষ বদলায়!
আমিও বদলে গেছি!!
এখন দেখো কার চোখে রক্ত ঝরে!
অন্ধকারে !
তুমি নিকৃষ্ট !
হেয় খানকি মাগি যাচ্ছো কোথায়?
আমার কথা শেষ হয় নাই!
তুমি মরলেও থামবোনা আমি
দাঁড়িয়ে থাকবো কবরের পাশে,
যেদিন রাতে জোছনা উঠবে
ঘৃণায় ভিজবে তুমি মুত্র দিয়ে!
কারণ তুমি অমানুষ
ওয়াক থু
তুমি অমানুষ
তুমি নিকৃষ্ট
তুমি বলেছিলে মানুষ বদলায়!
আমিও বদলে গেছি!
এখন দেখো কার চোখে রক্ত ঝরে!
অন্ধকারে
তুমি মানে মগজ পচন
তুমি মানে কাপুরুষের ধর্ষণ!
তুমি মানে মন বিকলাঙ্গ
তুমি মানে পচে যাওয়া রক্ত!
তুমি মানে মগজ নষ্ট
তুমি মানে অন্ধের কষ্ট
তুমি মানে পথভ্রষ্ট!
তুমি মানে … তুমি মানে … তুমি মানে….
নিকৃষ্ট!
আমিও বদলে গেছি!
এখন দেখো কার চোখে রক্ত ঝরে!
অন্ধকারে !
তুমি বলেছিলে মানুষ বদলায়!
আমিও বদলে গেছি!
এখন দেখো কার চোখে রক্ত ঝরে!
অন্ধকারে!
তুমি নিকৃষ্ট
ওয়াক থু!
শিরোনামঃ নিকৃষ্ট ৩
কন্ঠঃ সুমন
কথাঃ সুমন
অ্যালবামঃ ক্যান্সারের নিশিকাব্য
ব্যান্ডঃ অর্থহীন

1 comment: