kobita tumi shopnocharini - কবিতা, তুমি স্বপ্নচারিণী By James Lyrics - Song To Lyrics

Breaking

Sunday, March 17, 2019

kobita tumi shopnocharini - কবিতা, তুমি স্বপ্নচারিণী By James Lyrics



কবিতা, তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না
কবিতা, এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা।
দেখবে আমাদের ভালবাসা হয়ে গেছে কখন যেন
পদ্ম পাতার জল।
বেদনা সিক্ত অশান্ত এই মন
খুঁজে ফেরে মেটায় প্রয়োজন
যতদূর জানে ব্যাকুল হৃদয়
নীল বিষের পেয়ালা মনের বাঁধন।
নয়ন গভীরে আঙিনায়
নিবিড়তার ছোঁয়ায় হৃদয় প্রতিমা
কোথায় হারালে বল পাবো তোমায়
বসন্তে মাতাল আমি এক অপূর্ণতায় 


Singer: জেমস

No comments:

Post a Comment